রাঙা চরণধ্বনি -নাহিদ ফারজানা

বিশ্বময় যাচ্ছে যেন শোনা
প্রকৃতিরই চরণধ্বনি
অবাধ আনাগোনা
রাঙিয়ে আকাশ, রাঙিয়ে বাতাস
দুলিয়ে বৃক্ষ শাখা
বসন্ত যে এলো চলে
রঙিন চোখে আঁকা ।
বৃক্ষ শাখে এমন করে
মেলছে নতুন পাতা
উতল হাওয়ায় এলোমেলো
হচ্ছে কি তাহা জানো ?
মনে হচ্ছে কোন মায়াবতী নারি
পরেছে সবুজ পাতার শাড়ি
গাছেরা সব মিলেমিশে করছে কানাকানি
ভাবছে লাজে মরেই যাবে
হলেই জানাজানি ।
হালকা শীতেও মিষ্টি সুবাস ,
কোথাও একটা পড়ছে যে টান
বুঝতে কি তা পাও ?
কবি বাচিক শিল্পী, আটলান্টা