un

কেইপিজেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ কর্মরত মোহাম্মদ দিদার (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

নিহত ইলেক্ট্রেশিয়ান দিদার আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চাতরী এলাকার বাসিন্দা বদিউর রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি ২১নাম্বার সু সেক্টরে ইলেক্ট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিল।

এ বিষয়ে কেইপিজেড কর্তৃপক্ষ জানায়, ইলেক্ট্রেশিয়ান দিদার কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে কেইপিজেডের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, কাজ করার সময় দিদার নামে একজন ইলেক্টেশিয়ানের মৃত্যু হয়েছে। সে কেইপেজড এ ইলেক্ট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিল।