চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিবস উদযাপন
চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। চট্টগ্রামের স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে। এসব কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক, চট্টগ্রাম সার্কিট হাউজ, জেলা প্রশাসকের কার্যালয়, নগর ভবন, থানা-পুলিশ ফাঁড়ি, চট্টগ্রাম বন্দর ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও আলোকসজ্জা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোকে সাজানো হয় বর্ণিল আলোয়। চসিক’র উদ্যোগে বৃহস্পতিবার সকালে অস্থায়ী নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর নগরীর পাহাড়তলী শাহজাহান মাঠ সংলগ্ন কেষ রাসেল শিশু পার্কে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সকালে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকালে থিয়েটার ইনস্টিটিউট হলে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি থানা, ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার এবং ১৭ মার্চে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন পালন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়ে নগরী ডিসি হিল’এ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সহ-সভাপতি চবি উপ-উপাচার্য বেনু কুমার দে, কবি আশীষ সেন, মোরশেদ আলম প্রমুখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ সকাল থেকে বর্ণিল আয়োজনে ক্যাম্পাসে এ দিবস উদযাপন করে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এদিন সকালে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পক্ষ থেকে সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় শিশু দিবস উপলক্ষে নগরের বিভিন্ন পয়েন্টে সুবিধাবঞ্চিত পথশিশু ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং খাবার বিতরণ করেছে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকায় হাজারখানেক পথশিশুর মাঝে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এদিকে জাতীয় শিশু দিবস উদযাপন পরিষদ বন্দর থানার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন অনুষ্ঠান, কেক কাটা ও অসচ্ছল কর্মীর মাঝে সেলাই মেশিন বিতরন কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিন,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শওকত বন্দর থানা আওয়ামীলীগ’র অর্থ সম্পাদক শওকত হোসেন জগলু। এদিকে সমাজকল্যাণমূলক সংগঠন অরিজিন ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা নগরের জেএমসেন হলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরণী উপস্থিত ছিলেন ইতিহাস ও মুক্তিযুদ্ধ গবেষক জামাল উদ্দীন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আরমান চৌধুরী, মহানগর কৃষক লীগের সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ, কৃষকলীগ নেতা সন্দীপন সরকার মান্না অরিজিন ফাউন্ডেশনের উদ্যোক্তা পরিচালক ও কৃষকলীগ নেতা শিশির পারিয়াল, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্সের পরিচালক সুজন কুমার ভট্টাচার্য্য। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী পার্থ প্রতিম চৌধুরী। এছাড়া সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন এবং কেক কাটা হয়। অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে আলোচনা সভা অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
# ১৭.০৩.২০২২ চট্টগ্রাম #
