১৭ মামলার আসামি ইয়াবা নাছির জামিনে বেরিয়ে আবারো জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়
নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার মো. নাছির উদ্দিন এলাকায় ইয়াবা নাছির হিসেবে পরিচিত। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে ১৪টির বেশি মাদকের মামলাসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। অস্ত্র-মাদকসহ বেশ কয়েকবার গ্রেপ্তারও হন ইয়াবা নাছির। এরপরও স্বভাব বদলায়নি নাছিরের। জামিনে বেরিছেন ফের জড়িয়ে পড়েন ইয়াবা কারবারে। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে বায়েজীদের শহীদ নগর এলাকা থেকে নাছির ও তার এক সহযোগী শফিকুল ইসলাম (৩৫)কে ইয়াবাসহ গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। নাছির ওই এলাকার মৃত মো. শফির ছেলে। বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় শহীদ নগর এলাকাসহ আশপাশের এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে নাছির ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে নগরের পশ্চিম শহীদনগর এলাকায় বুধবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তার সহযোগী শফিকুল ইসলামসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুইজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার দুইজনের দেহ তল্লাশি করে ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা শহীদনগর এলাকার চিহ্নিত মাদক কারবারি। নাছিরের বিরুদ্ধে আগে থেকে বায়েজিদ বোস্তামী থানায় ১৭টি মামলা আছে। তিনি বলেন, নাছিরকে আগেও একাধিকবার পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা করা হয়েছে।
# ১০.০২.২০২২ চট্টগ্রাম #
