শিরোনামহীন – শাহিদ আনোয়ার
তোমাকে লৌকিক ভাবি, অলৌকিকে দাও তুমি সাড়া
যে বন্ধনে বাঁধি তোকে, সে বাঁধনে আছে পিছুটান
তোমার ঝুলন্ত বাড়ি… চৌদিকে কড়ই পাহারা
তোমার কপালে টিপ, এতো ঝড়ে থাকে অমøান।
কবিতা পঙ্ক্তি দেবো, সজ্জন, নেবে উপহার?
এমত ফুল ছাড়া কী আর আছেই দেবার!
শব্দের আড়ত থেকে খুলে দেবো মায়াবী তোরঙ্গ
কাছে থেকো, লৌকিকে, খুলে রেখো অপরূপ অঙ্গ।